১৫ থেকে ১৮ অক্টোবর, ঢাকা থেকে কুয়াকাটা

কুয়াকাটা ও টেংরাগিরি ভ্রমণ


কুয়াকাটা বাংলাদেশের একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র যেখান থেকে সাগরের বুকে সূর্যোদয় এবং সূর্যাস্ত অবলোকন করার বিরল সুযোগ উপভোগ করা যায়। সাগর কন্যা নামে পরিচিত সৌন্দর্যের এই লীলাভূমিতে বেড়ানোর সুযোগ করে দিচ্ছে বেড়াই বাংলাদেশ নামের একটি ভ্রমণ এজেন্সি। কুয়াকাটার পাশাপাশি এই প্যাকেজে আরও থাকছে টেংরাগিরির সংরক্ষিত বনাঞ্চলে ভ্রমণের সুযোগ।

১৫ অক্টোবর রাত ৮টায় বরিশালের উদ্দেশ্যে লঞ্চে যাত্রা শুরু হবে। ১৬ অক্টোবর সকালে বরিশালে নাস্তা করে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা করা হবে। বিকালে কুয়াকাটা বিচে বেড়ানো এবং রাতে সামুদ্রিক মাছ দিয়ে মোটা চালের ভাতের আয়োজন থাকছে। ১৭ অক্টোবর সমুদ্র সৈকতে সূর্যোদয় দেখে ট্রলারে করে সোনাকাটার উদ্দেশ্যে যাত্রা করা হবে। সেখান থেকে দুপুরের মধ্যে ফিরে এসে খাবারের আয়োজন করা হবে। ১৮ অক্টোবর সকালে সমুদ্র সৈকতে ভ্রমণ শেষে বরিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু হবে এবং সেখান থেকে লঞ্চে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার মধ্য দিয়ে ভ্রমণ শেষ হবে।

এই ভ্রমণ প্যাকেজের মূল্য ৩৯০০ টাকা। বিক্যাশ বা সরাসরি একাউন্টে টাকা জমা দেওয়া যাবে। বিস্তারিত তথ্যের জন্য ০১৭১৪০৪৪৪৯৮ এই নাম্বারে যোগাযোগ করা যাবে।

সাতদিন/এমজেড

১৮ অক্টোবর ২০১৫