৮ থেকে ১০ অক্টোবর, দৃক গ্যালারি, ঢাকা

আলোকচিত্র প্রদর্শনী

লাইফ এন্ড বেয়ন্ড


এবি ফটোগ্রাফি ক্লাবের উদ্যোগে রাজধানীর দৃক গ্যালারিতে (বাড়ি-৫৮, রোড-১৫এ, ধানমণ্ডি আ/এ) এক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ‘লাইফ এন্ড বেয়ন্ড’ শীর্ষক তিন দিনের এই প্রদর্শনীর জন্য ছবি বাছাইয়ের উদ্দেশ্যে একটি প্রতিযোগিতারও আয়োজন করা হয়। প্রতিযোগিতা থেকে বাছাইকৃত সেরা ৭৫টি ছবি নিয়ে এই প্রদর্শনী আনুষ্ঠিত হবে। ছবি বাছাইয়ের ক্ষেত্রে বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন মিশুক আশরাফ আওয়াল এবং সৌদ আল ফয়সাল।

প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এই প্রদর্শনী সর্বসাধারণের জন্য খোলা থাকবে। তবে প্রদর্শনীর উদ্বোধোনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ৮ অক্টোবর বিকাল ৪টায়।

সাতদিন/এমজেড

১০ অক্টোবর ২০১৫

প্রদর্শনী

 >  Last ›