সন্ধ্যা ৬টা ৩০ মি, ৭ অক্টোবর, একুশে টিভি
ওয়ার্ল্ড স্টোরিস-এ মিশরের এক উদ্যোক্তার কথা
প্রযোজক: সাখাওয়াৎ লিটন
উপস্থাপনা: সাখাওয়াৎ লিটন
‘ওয়ার্ল্ড স্টোরিস’ একটি পূর্ণাঙ্গ ওয়ার্ল্ড ম্যাগাজিন। এ অনুষ্ঠান বিশ্বের বিভিন্ন প্রান্তের আকর্ষণীয় বিভিন্ন বিষয় দর্শকদের সামনে নিয়ে আসে। একুশে টেলিভিশন বাংলায় এ অনুষ্ঠান প্রচারের মাধ্যমে দেশ ও বিশ্বকে দেশের মানুষের সামনে তুলে ধরার উদ্যোগ নিয়েছে।
জাতিসংঘ ২০১০ সালে হাইতিতে ঘটে যাওয়া ভূমিকম্পের পর দেশটিকে উঠে দাঁড়াতে সহায়তা করেছে। ইউএনটিভি’র প্রতিবেদক স্যান্ড্রা মিলার এমন একজন মানুষের সন্ধান পেয়েছেন যিনি শান্তিরক্ষী বাহিনীকে সম্মান জানানোর একটি বিচিত্র উপায় খুঁজে বের করেছেন।
মিশরের উদীয়মান উদ্যোক্তা ওমর সাদী মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য একটি নতুন ধরনের সেবা নিয়ে এসেছেন যা বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ইমারজিং স্টারস টিভি’র প্রতিবেদক রেমন্ড জানাচ্ছেন বিস্তারিত।
ব্রাজিলের মিনাস গেরাইস রাজ্যের মানুষরা একটি প্রকল্পের মাধ্যমে প্রাপ্ত জমি ব্যবহার করে বেঁচে থাকার উপায় সম্পর্কে জানতে পারছে। রেড মিনাস টেলিভিশনের প্রতিবেদক কার্লোস আগাষ্টো জানাচ্ছেন বিস্তারিত।
প্রায় শত বছর আগে ওটোম্যানের শাসনামলে বুলগেরিয়াসহ আরো চারটি দেশ যুদ্ধে জড়িয়ে পড়ে। বুলগেরিয়ান রাষ্ট্রীয় সংরক্ষণশালা নিহত সৈনিকদের তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে। নোভা টিভি’র প্রতিবেদক ঝিভকো কোনস্টানটিনভ জানাচ্ছেন বিস্তারিত।