৯ ও ১০ অক্টোবর, লঙ্গিচ্যুড ল্যাটিচ্যুড সিক্স
ভাস্কর্য নির্মাণ কর্মশালা
রাজধানীর বনানীতে অবস্থিত স্টুডিও লঙ্গিচ্যুড ল্যাটিচ্যুড সিক্সে (বে’স বেলা ভিস্তা, বাড়ি-৯৬, রোড-১১, ব্লক-সি) এক ভাস্কার্য নির্মাণ কর্মশালার আয়োজন করা হয়েছে। ৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া দুই দিনের এই কর্মশালা পরিচালনা করবেন শিল্পী আলিয়া কামাল। কর্মশালায় আসন সংরক্ষণের জন্য ইমেইল করতে হবে এই ঠিকানায়: info.longitude.latitude@gmail.com । কর্মশালার সরঞ্জাম খরচ বাবদ ২০০ টাকা ফি জমা দিতে হবে। ৯ ও ১০ তারিখ প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মশালা চলবে।
সাতদিন/এমজেড