৭ অক্টোবর বিকাল ৩টা, নাটমণ্ডল, ঢাকা বিশ্ববিদ্যালয়

রাধা বল্লভ ত্রিপাঠীর বক্তৃতা

একালের মঞ্চে সেকালের শকুন্তলা


ভারতীয় গবেষক ও শিক্ষক রাধাবল্লভ ত্রিপাঠী ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে আয়োজিত এক সেমিনারে বক্তব্য রাখবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ এই সেমিনারের আয়োজন করেছে। এই আয়োজনে সহযোগিতা করেছে সাধনা সাংস্কৃতিক মণ্ডল। রাধাবল্লভ ত্রিপাঠীর বক্তব্যের বিষয় ‘কালিদাশাস শকুন্তলা অন মডার্ন স্টেজ’ বা ‘একালের মঞ্চে সেকালের শকুন্তলা’। মহাকবি কালিদাশ রচিত বিখ্যাত সংস্কৃত কবিতা ‘অভিজ্ঞান শকুন্তলম’-এর কাহিনী বর্তমান সময়েও প্রাসঙ্গিকতার সাথে মঞ্চ নাটকে ব্যবহৃত হচ্ছে। পুরোনো এই গল্পের বর্তমান ব্যবহারের নানান দিক নিয়ে আলোচনা করবেন ড. রাধাবল্লভ ত্রিপাঠী।

ড. হরিসিং গৌড় বিশ্ববিদ্যালয়ে সংস্কৃতি বিষয়ে অধ্যাপনা করেছেন রাধাবল্লভ ত্রিপতি। এ ছাড়া রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থা এবং শ্রী লাল বাহাদুর শাস্ত্রী রাষ্ট্রীয় সংস্কৃত বিদ্যাপিঠে তিনি উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সাহিত্যশাস্ত্র এবং নৃত্যশাস্ত্রের একজন বিশেষজ্ঞ। এ পর্যন্ত তাঁর ১৬৭টি বই এবং ২০৭টি গবেষণা পত্র প্রকাশিত হয়েছে।

সাতদিম/এমজেড

৭ অক্টোবর ২০১৫

সেমিনার