বিকাল ৩ টা ৫ মি, ৮ অক্টোবর, চ্যানেল আই
টেলিছবি: আহা!
রচনা ও পরিচালনা: এনামুল করিম নির্ঝর
অভিনয়: তারিক আনাম খান, হুমায়ূন ফরিদী, ফজলুর রহমান বাবু
চ্যানেল আইতে আজ বিকেল ৩ টা ৫ মিনিটে প্রচার হবে ইমপ্রেস টেলিফিল্মের ছবি আহা!। কাহিনী রচনা, চিত্রনাট্য, গীত রচনা ও পরিচালনা করেছেন এনামুল করিম নির্ঝর। ৩৫ মিলি মিটারে ধারণকৃত ছবিটির দৈর্ঘ্য ১২৮ মিনিট। অভিনয় শিল্পীরা হলেন তারিক আনাম খান, হুমায়ূন ফরিদী, ফজলুর রহমান বাবু, ফেরদৌস (অতিথি শিল্পী), সাথী ইয়াসমিন, প্রজ্ঞা লাবনী, শহিদুল আলম সাচ্চু, খালেদ খান, গাজী রাকায়েত প্রমুখ।