সন্ধ্যা ৭ টা ৫০ মি, ৮ অক্টোবর, মাছরাঙা টিভি
টেলিফিল্ম: আনম্যারিড
রচনা: ইমরাউল রাফাত
পরিচালনা: ওয়াসিম সিতার
অভিনয়: মেহজাবিন, ইরফান সাজ্জাদ, মাজনুন মিজান
মিজান একজন শাড়ি ব্যবসায়ী। এখনো বিয়ে করেননি। ব্যবসা আর ছোট ভাই-বোনকে পড়ালেখা করিয়ে মানুষ করতেই জীবনের অধিকাংশ সময় কেটে গেছে তার। একদিন তার দোকানে শাড়ি কিনতে আসা জেরিন নামের একটি মেয়ের সাথে পরিচয় হয়। এরপর প্রায়ই কথা ও দেখা হয় তাদের। মিজানের ভালো লেগে যায় জেরিনকে। একসময় পারিবারিকভাবে বিয়েও হয়ে যায় তাদের। কিন্তু কিছুদিন পরেই ঘটে এক বিপত্তি। বনি নামের এক ছেলে এসে উপস্থিত হয়। জানা যায় এই ছেলের সাথে জেরিনের শুধু ভালোবাসার সম্পর্কই ছিলো না, দুই বছর আগে তাদের বিয়েও হয়েছিলো.....
ইমরাউল রাফাতের রচনা ও ওয়াসিম সিতারের পরিচালনায় আজ সন্ধা ৭ টা ৫০ মিনিটে মাছরাঙা টিভি’তে দেখবেন টেলিফিল্ম “আনম্যারিড”। এতে অভিনয় করেছেন মেহজাবিন, ইরফান সাজ্জাদ, মাজনুন মিজান প্রমুখ ।