৭ থেকে ১৯ অক্টোবর, জাতীয় জাদুঘর, ঢাকা

নভেরা আহমেদের ভাস্কর্য প্রদর্শনী


আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ভাস্কর নভেরা আহমেদের ভাস্কর্যের এক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে ঢাকার শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টাশালী গ্যালারিতে। এই প্রদর্শনীর উদ্বোধন করা হবে ৭ অক্টোবর বিকাল ৪টা ৩০ মিনিটে। নভেরা আহমেদের ৩৪টি ভাস্কর্য নিয়ে এই প্রদর্শনী ১৯ অক্টোবর পর্যন্ত চলবে।

এই প্রদর্শনীর উদ্বোধন করবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। উদ্বোধনী আনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাদুঘরের বোর্ড অব টাস্টির সভাপতি এম আজিজুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন জনপ্রশাসন সচিব কামাল আবদুল নাসের চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দিবেন জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী। এ ছাড়া মূল প্রবন্ধ উপস্থাপন করবেন চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান লালা রূখ সেলিম।

উল্লেখ্য, গত ৬ মে ফ্রান্সের পেরিসে শেষ নিশ্বাস ত্যাগ করেন বাংলাদেশে আধুনিক ভাস্কর্যের পথিকৃৎ ও কেন্দ্রীয় শহীদ মিনারের অন্যতম নকশাকার ভাস্কর নভেরা আহমেদ। তিনি প্রায় ৪৫ বছর ধরে পেরিসে বসবাস করছিলেন। ১৯৯৭ সালে তাঁকে একুশে পদক দিয়ে সম্মানিত করা হয়। তাঁর তৈরি ভাস্কর্যের মধ্যে রয়েছে ‘চাইল্ড ফিলোসফার’, ‘এক্সট্রিমিনেটিং এঞ্জেল’, ‘পরিবার’, ‘যুগল’, ‘ইকারুস’ ‘জেব্রা ক্রসিং’, ‘লুনাটিক টোটেম’ ইত্যাদি।

সাতদিন/এমজেড

৭ অক্টোবর ২০১৫

প্রদর্শনী

 >  Last ›