দুপুর ১২টা ৪৫মি, ৮ অক্টোবর, এটিএন বাংলা
নাটক : সেই তুমি কেন ফিরে এলে
রচনা: আহসান আলমগীর
পরিচালনা: মবিজুল হক খোকন
অভিনয়: জাহিদ হাসান, শাহেদ শরীফ খান ও মৌটুসী বিশ্বাস
আজ দুপুর ১২ টা ৪৫ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হবে নাটক “সেই তুমি কেন ফিরে এলে”। আহসান আলমগীরের রচনা ও মবিজুল হক খোকনের পরিচালনায় এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, শাহেদ শরীফ খান ও মৌটুসী বিশ্বাস প্রমুখ।