১০ অক্টোবর বিকাল ৩টা, জবসবিডি ডট কম, ঢাকা
আউটসোর্সিং বিষয়ে সেমিনার
ঢাকার ধানমণ্ডিতে অবস্থিত জবসবিডি ডট কম-এর কার্যালয়ে (বাড়ি-২বি, মিরপুর রোড, ধানমণ্ডি) ‘ফ্রি সেমিনার অন অনলাইন আউটসোর্সিং ফর বিফিনার্স’ শীর্ষক এক সেমিনাররের আয়োজন করা হয়েছে। অনলাইনে আউটসোর্সিং করতে আগ্রহীদের জন্য এই সেমিনারে থাকছে নানান পরামর্শ। অনলাইনে মাধ্যমে আয় বৃদ্ধির কৌশল, যোগাযোগে দক্ষতা, মাকেটিং এর ধারণা এবং বতমান সবচেয়ে সম্ভাবনাময় অনলাইনে কাজের ক্ষেত্রগুলো সম্পর্কে সুস্পষ্ট দিক নির্দেশনা ও প্রশিক্ষন এর মাধ্যমে এক জন দক্ষ ফ্রিল্যান্সার হিসাবে গড়ে তোলার উদ্দেশ্যেই এই সেমিনার। সেমিনারে অংশ নিতে http://goo.gl/forms/3HjC570hAo এই ঠিকানায় গিয়ে নাম নিবন্ধন করতে হবে। বিস্তারিত তথ্যের জন্য ০১৬৮৪১১১৬৩৭ ও ০১৭১৩৪৯৩১৫৯ নাম্বারে যোগাযোগ করা যাবে।
সাতদিন/এমজেড