রাত ১১টা ২০ মি, ৮ অক্টোবর, আরটিভি

মিউজিক স্টেশন-এর অতিথি

শিল্পী হায়দার হোসেন

উপস্থাপনা: শ্রাবণ্য
প্রযোজনা: শাহ আমীর খসরু


আরটিভির নিয়মিত সংগীতানুষ্ঠান মিউজিক স্টেশন। অনুষ্ঠানটির এবারের পর্বের আমন্ত্রিত শিল্পী হায়দার হোসেন। সরাসরি গানের এই অনুষ্ঠানে গান শোনানোর পাশাপাশি কথা বলবেন তাঁর সংগীত জীবনের নানান বিষয় নিয়ে। দর্শকরাও ফোন করে তাঁর সাথে আড্ডায় অংশ নিতে পারবেন এবং জানাতে পারবেন যে কোন গানের অনুরোধ।

শাহ আমীর খসরুর প্রযোজনায় আনুষ্ঠানটি আরটিভিতে প্রচারিত হয় সপ্তাহের প্রতি বৃহষ্পতিবার রাত ১১টা ২০ মিনিটে। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন জনপ্রিয় মডেল শ্রাবণ্য।

৮ অক্টোবর ২০১৫

টেলিভিশন

 >  Last ›