music fest 2015বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবের ১ম দিনে
বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের তবলা কির্তন

২৭ নভেম্বর ২০১৫ তারিখ থেকে শুরু হতে যাওয়া বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবের প্রথম দিন বেঙ্গল পরম্পরা সংগীতালয় দলীয় তবলা কির্তন পরিবেশন করবে। পণ্ডিত সুরেশ তলওয়ালকর-এর নেতৃত্বে এই কির্তনে অংশ নিবেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

উল্লেখ্য, বাংলাদেশে উচ্চাঙ্গসংগীতের প্রচার ও প্রসারের উদ্দেশ্যে বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে বেঙ্গল পরম্পরা সংগীতালয়। এই প্রতিষ্ঠানে উদয় ভাওয়ালকর (ধ্রুপদ), পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার (সরোদ), পণ্ডিত কুশল দাস (সেতার),পণ্ডিত উল্লাস কশলকর (খেয়াল), পণ্ডিত সুরেশ তলওয়ালকরসহ (তবলা) অন্যান্য বিশিষ্ট সংগীত-শিক্ষক নিয়মিত কর্মশালার মাধ্যমে শিক্ষাদান করবেন।

সাতদিন/এমজেড

১৮ নভেম্বর ২০১৫

সঙ্গীত

 >  Last ›