বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব ২০১৫
১ম দিনে কুশল দাসের পরিবেশনা
পণ্ডিত কুশল দাস সেতার এবং সুরবাহার বাজিয়ে থাকেন। মাত্র চার বছর বয়সে তিনি সেতার বাজানো শিখতে শুরু করেন।
তাঁর পিতা শৈলেন দাস এবং চাচা শান্তনু দাস-এর কাছেই তিনি সংগীতের প্রাথমিক তালিম পেয়েছেন। তাঁর পিতা ছিলেন পণ্ডিত রবি শংকরের শীর্ষ এবং বিখ্যাত এস্রাজ বাদক। কুশল দাস পরবর্তীতে প্রফেসর সঞ্জয় ব্যানার্জি এবং অজয় সিনহা রায়-এর কাছে তালিম নিয়েছেন। মানস চক্রবর্তী এবং রামকৃষ্ণ বসুর কাছে তিনি কন্ঠসংগীতের তালিমও নিয়েছেন।
পণ্ডিত কুশল দাস ভারতের গুরুত্বপূর্ণ সব উৎসবে সেতার বাজিয়েছেন। এ ছাড়া জার্মানি, ফ্রান্স, সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডস, বেলজিয়াম ও বাংলাদেশে বিভিন্ন উৎসবে তিনি বাজিয়ে সুনাম অর্জন করেছেন। অল ইন্ডিয়া রেডিও এবং দূরদর্শনের তিনি একজন নিয়মিত শিল্পী।
পণ্ডিত কুশল দাস বাজাবেন ২৭ নভেম্বর থেকে ঢাকার আর্মি স্ট্যাডিয়ামে অনুষ্ঠেয় বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবের ১ম দিন।
সাতদিন/এমজেড