বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব ২০১৫
২য় দিনে স্বরস্বতী বীণা বাজাবেন জয়ন্তী কুমারেশ
২৭ নভেম্বর ২০১৫ তারিখ থেকে ঢাকার আর্মি স্ট্যাডিয়ামে শুরু হচ্ছে বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব। পাঁচদিনের এই উৎসবের ২য় দিন স্বরস্বতী বীণা পরিবেশন করবেন বিখ্যাত বীণবাদক জয়ন্তী কুমারেশ।
জয়ন্তী কুমারেশ ছয় প্রজন্মের সাংগীতিক ঐতিহ্যের ধারাকে বহন করে চলেছেন। মাত্র ১৫ বছর বয়স থেকে তিনি বিভিন্ন অনুষ্ঠানে বীণা বাজিয়ে আসছেন। সংগীত চর্চার পাশাপাশি তিনি সংগীত নিয়ে গবেষণাও করছেন। স্বরস্বতী বীণার স্টাইল ও কৌশল বিষয়ে গবেষণা করে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পৃথিবীর বিভিন্ন দেশে সংগীত পরিবেশন করে তিনি ইতোমধ্যে ব্যাপক খ্যাতি লাভ করেছেন।
সাতদিন/এমজেড