বেঙ্গল শাস্ত্রীয়সংগীত উৎসব ২০১৫
২য় দিনে শুভায়ু সেন মজুমদার
শুভায়ু সেন মজুমদার বর্তমান সময়ের একজন খ্যাতিমান এস্রাজবাদক। সংগীত ঐতিহ্যে সমৃদ্ধ পরিবারে বড় হয়ে উঠেছেন তিনি। তাঁর চাচা শৈলজা রঞ্জন মজুমদার ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের শিষ্য এবং একজন নামকরা সংগীতজ্ঞ। তাঁর পিতাও এস্রাজ বাজাতেন। প্রফেসর বুদ্ধদেব দাসের কাছে তিনি সাত বছর বয়স থেকে শিখতে শুরু করেন। তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় হতে সংগীতে অনার্স ও মাস্টার্স করেছেন যেখানে এস্রাজ ছিল তাঁর মূল বিষয়।
শুভায়ু সেন মজুমদার এবার বাংলাদেশী দর্শক-স্রোতাদের সামনে বাজাবেন বেঙ্গল শাস্ত্রীয়সংগীত উৎসবের ২য় দিন। উল্লেখ্য, ২৭ নভেম্বর ২০১৫ তারিখ থেকে ঢাকার আর্মি স্ট্যাডিয়ামে শুরু হচ্ছে বেঙ্গল আয়োজিত উচ্চাঙ্গসংগীত উৎসবের চতুর্থ আসর।
সাতদিন/এমজেড