বেঙ্গল শাস্ত্রীয়সংগীত উৎসব ২০১৫
১ম দিনে অসিত রায় ও তাঁর দলের পরিবেশনা
২৭ নভেম্বর ২০১৫ তারিখ থেকে ঢাকার আর্মি স্টেডিয়ামে শুরু হতে যাওয়া বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত ৪র্থ শাস্ত্রীয়সংগীত উৎসবের প্রথম দিন ধ্রুপদ পরিবেশন করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষক ড. অসিত রায় ও তাঁর দল।
পিতা জ্ঞানেন্দ্র রায় (সেতারবাদক) ও মাতা ঊষা রানী রায়ের (কন্ঠশিল্পী) কাছে সংগীতে হাতেখড়ি হয় তাঁর। এরপর তিনি বাংলাদেশে তপন চক্রবর্তী, পরেশ ভট্টাচার্য এবং গোপাল দত্তের কাছে প্রশিক্ষণ লাভ করেন। আরও পরে তিনি পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায় এবং পণ্ডিত জগদিশ প্রসাদের কাছে খেয়ালের তালিম নেন। বর্তমানে তিনি ডাগর ঘরানার বিখ্যাত শিল্পী কাবেরি করের কাছে ধ্রুপদের তালিম নিচ্ছেন।
সাতদিন/এমজেড