বেঙ্গল শাস্ত্রীয়সংগীত উৎসব ২০১৫
২য় দিনে সুস্মিতা দেবনাথ শুচি’র পরিবেশনা
বাংলাদেশের তরুণ শিল্পী সুস্মিতা দেবনাথ শুচি গাইবেন এবারের বেঙ্গল শাস্ত্রীয়সংগীত উৎসবের ২য় দিন। উল্লেখ্য, ২৭ নভেম্বর ২০১৫ তারিখ থেকে ঢাকার আর্মি স্টেডিয়ামে শুরু হচ্ছে বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত ৪র্থ উচ্চাঙ্গসংগীত উৎসব।
সুস্মিতা দেবনাথ ছায়ানট হতে নজরুলসংগীতের উপর আট বছরের সার্টিফিকেট কোর্স সম্পন্ন করেন যেখানে তিনি প্রতি বছরই প্রথম শ্রেণিতে প্রথম হয়েছেন। বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত উচ্চাঙ্গসংগীতের কোর্সে ভর্তি হয়ে ওস্তাদ মনসুর আলী খাঁ এবং শান্তি শর্মার কাছে তিনি ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত তালিম নেন। বর্তমানে তিনি ছায়ানটের নজরুলসংগীত বিভাগের সহকারি শিক্ষক এবং বেঙ্গল পরম্পরা সংগীতালয়ে শিক্ষার্থী।
সাতদিন/এমজেড