বেঙ্গল শাস্ত্রীয়সংগীত উৎসব ২০১৫
৩য় দিনে ওয়ার্দা রিহাবের নৃত্য পরিবেশনা
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশী নৃত্যশিল্পী ওয়ার্দা রিহাব নৃত্য পরিবেশন করবেন বেঙ্গল আয়োজিত শাস্ত্রীয় সংগীত উৎসবের ৩য় দিনে। উল্লেখ্য, আগামী ২৭ নভেম্বর ২০১৫ তারিখ থেকে এই উৎসব শুরু হতে যাচ্ছে।
ওয়ার্দা রিহাব ইতোমধ্যে দেশের নৃত্যাঙ্গনে নিজ গুণে বিশেষ অবস্থান পেয়েছেন। তিনি অল্প বয়স থেকেই নৃত্যের প্রতি আকর্ষণ বোধ করতেন। বাংলাদেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানটে তিনি নাচ শিখেছেন। সেই সুবাধে বাংলাদেশের প্রখ্যাত নৃত্যশিল্পী বেলায়েত হোসেব খান, শর্মিলা বন্দ্যোপাধ্যায় এবং তামান্না রহমানের কাছে তিনি শেখার সৌভাগ্য অর্জন করেন। এরপর তিনি নৃত্যে উচ্চতর শিক্ষা নেন কলাবতী দেবীর কাছে। থৈবা সিং এবং ওঝা রণজীৎ-এর কাছে তিনি মনিপুরি মার্শাল আর্ট শিখেন যা ‘থান টা’ নামে পরিচিত।