Shubha Mudgalবেঙ্গল শাস্ত্রীয়সংগীত উৎসব ২০১৫

৩য় দিনে গাইবেন বিদুষী শুভা মুদগাল

ভারতীয় উচ্চাঙ্গসংগীতশিল্পী বিদুষী শুভা মুদগাল কন্ঠসংগীত পরিবেশন করবেন ৪র্থ বেঙ্গল শাস্ত্রীয়সংগীত উৎসবের ৩য় দিনে। আগামী ২৭ নভেম্বর ২০১৫ তারিখ থেকে শুরু হবে এই উৎসব।

এলাহাবাদের এক শিক্ষিত সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তরুণ বয়সে নৃত্যের প্রতি ঝুঁকলেও পরবর্তীতে তাঁর আগ্রহ জন্মে কন্ঠসংগীত চর্চায়। পণ্ডিত রমাশ্রেয়া ঝা-এর কাছে তিনি সংগীত শিক্ষা শুরু করেন। ১৯৮০-এর দশকে তিনি মঞ্চে সংগীত পরিবেশন শুরু করেন এবং দ্রুত খ্যাতি অর্জন করেন।

শুভা মুদগাল ২০০২ সালে পদ্ম শ্রী পদক লাভ করেন। ‘ড্যান্স অফ দ্য উইন্ড’ চলচ্চিত্রে সংগীত পরিচালনার জন্য তিনি ১৯৯৭ সালে শিকাগো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল-এ পুরস্কার লাভ করেন।

সাতদিন/এমজেড

২৬ নভেম্বর ২০১৫

সঙ্গীত

 >  Last ›