karaikudi maniবেঙ্গল শাস্ত্রীয়সংগীত উৎসব ২০১৫

৩য় দিনে কারাইকুড়ি মানি’র পরিবেশনা

গুরু কারাইকুড়ি মানি একজন প্রখ্যাত ভারতীয় মৃদঙ্গবাদক। তাঁর পারিবারিক নাম গণপাথি সুব্রামানায়াম, জন্ম ১৯৪৫ সালে ভারতের কারাইকুড়িতে। পালঘাট মানি আয়ার-এর কাছে তিনি প্রাথমিক তালিম নেন। এরপর তিনি হরিহর শর্মার কাছে শিখতে শুরু করেন। সংগীতে অবদানের জন্য তাঁকে সংগীত নাটক একাডেমি পুরস্কার লাভ করেন। বিভিন্ন দেশে দলীয় ও একক কনসার্ট করে তিনি ইতোমধ্যে খ্যাতি অর্জন করেছেন।

এবারে তিনি বাংলাদেশে আসছেন ৪র্থ বেঙ্গল শাস্ত্রীয় সংগীত উৎসবে অংশ নিতে। ২৭ নভেম্বর ২০১৫ তারিখ থেকে শুরু হতে যাওয়া এই উৎসবের ৩য় দিন তিনি মঞ্চে আসবেন।

সাতদিন/এমজেড

২৮ নভেম্বর ২০১৫

সঙ্গীত

 >  Last ›