বেঙ্গল শাস্ত্রীয়সংগীত উৎসব ২০১৫
ওস্তাদ ওয়াসিফউদ্দিন ডাগর
বিখ্যাত ডাগর ঘরানার শিল্পী ওস্তাদ ফৈয়াজ ওয়াসফউদ্দিন ডাগর ধ্রুপদ পরিবেশন করবে বেঙ্গল আয়োজিত উচ্চাঙ্গসংগীত উৎসবের ৪র্থ আসরে। ২৭ নভেম্বর ২০১৫ তারিখ থেকে শুরু হতে যাওয়া এই উৎসবের ৩য় দিনে তিনি মঞ্চে আসবেন।
সাংগীতিক ঐতিহ্যে সমৃদ্ধ এক পরিবারে জন্মগ্রহণ করা এই শিল্পী ছোটবেলা থেকেই তাঁর পিতা ওস্তাদ নাসির ফৈয়াজউদ্দিন ডাগর এবং চাচা এন. জহিরউদ্দিন ডাগর-এর কাছে তালিম পেয়েছেন। এ ছাড়াও ডাগর পরিবারের বড় বড় সব শিল্পীদের সান্নিধ্য পাওয়ার দুর্লভ সুযোগ তিনি পেয়েছেন। সংগীতে অবদানের জন্য ভারত সরকার তাঁকে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেছেন।
সাতদিন/এমজেড