বেঙ্গল শাস্ত্রীয়সংগীত উৎসব ২০১৫
৪র্থ দিনে গণেশ-কুমারেশ যুগলবন্দী
প্রখ্যাত দুই ভারতীয় বেহালাশিল্পী গণেশ রাজাগোপালন এবং কুমারেশ রাজাগোপালন আসছেন ২৭ নভেম্বর থেকে ঢাকার আর্মি স্টেডিয়ামে শুরু হতে যাওয়া ৪র্থ বেঙ্গল শাস্ত্রীয়সংগীত উৎসবে। উৎসবের ৪র্থ দিন তাঁরা সংগীত পরিবেশন করবেন।
দুই ভাই গণেশ ও কুমারেশ ভারতের কানপুরে জন্মগ্রহণ করেন। তাঁরা দুজনই অবিশ্বাস্য রকমের অল্প বয়সে, মাত্র ২/৩ বছর বয়সে, সংগীত শিক্ষা শুরু করেন। তাঁরা দীর্ঘ চার দশক ধরে এক সাথে মঞ্চে বাজিয়ে আসছেন। তাঁরা দুজন প্রথম মঞ্চে বাজান ১৯৭২ সালে যখন গণেশের বয়স ৭ এবং কুমারেশের বয়স ৫ বছর। পিতা টি. এস. রাজাগোপালন-এর কাছেই তাঁদের সংগীত শিক্ষা শুরু এবং ছোট ভাইয়ের বয়স ১০ বছর পেরুনোর আগেই দুই ভাই তাদের ১০০তম মঞ্চ পরিবেশনা সম্পন্ন করেন।
সাতদিন/এমজেড