বেঙ্গল শাস্ত্রীয়সংগীত উৎসব ২০১৫
৪র্থ দিনে ওস্তাদ জাকির হোসেন
প্রথমবারের মতো ঢাকায় আসছেন কিংবদন্তী তবলাশিল্পী ওস্তাদ জাকির হোসেন। ২৭ নভেম্বর ২০১৫ তারিখ থেকে ঢাকার আর্মি স্টেডিয়ামে শুরু হতে যাওয়া বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত ৪র্থ শাস্ত্রীয়সংগীত উৎসবে তিনি বাজাবেন। উৎসবের ৪র্থ দিন মঞ্চে আসবেন তিনি।
ওস্তাদ জাকির হোসেনের জন্ম ১৯৫১ সালের ৯ মার্চ। পিতা প্রবাদপ্রতিম তবলাশিল্পী আল্লা রাখা’র কাছেই তাঁর হাতেখড়ি হয়। জাকির হোসেন মাত্র তিন বছর বয়স থেকে পিতার কাছে পাখোয়াজ বাজানোর তালিম নিতে শুরু করেন।
অসাধারণ শৈলী প্রদর্শন করে জাকির হোসেন দেশে-বিদেশে ব্যাপক খ্যাতি অর্জন করেছেন। ১৯৭০ সালে তিনি যুক্তরাষ্ট্রে প্রথম আন্তর্জাতিক কনসার্টে বাজান। ১৯৯২ সালে তিনি ‘বেস্ট ওয়ার্ল্ড মিউজিক’ হিসেবে গ্র্যামি এওয়ার্ড অর্জন করেন। তিনি কয়েকজন বিদেশী শিল্পীর সাথে ‘গ্লোবাল ড্রাম প্রোজেক্ট’ শিরোনামে অ্যালবাম প্রকাশ করেন। এটি ২০০৯ সালে ‘বেস্ট কন্টেম্পরারি ওয়ার্ল্ড মিউজিক অ্যালবাম’ হিসেবে গ্র্যামি এওয়ার্ড লাভ করে।
ওস্তাদ জাকির হোসেন ভারতের সর্বোচ্চ খেতাব পদ্ম ভূষণ এবং পদ্ম শ্রী লাভ করেছেন। এ ছাড়া সংগীত নাটক একাডেমি এওয়ার্ড’সহ বহু খেতাবে তাঁকে ভূষিত করা হয়েছে।
সাতদিন/এমজেড