বেঙ্গল শাস্ত্রীয়সংগীত উৎসব ২০১৫
৫ম দিনে বিদুষী আলারমেল ভালি’র নৃত্য
ভারতের চণ্ডিগড়ে জন্মগ্রহণ করা বিখ্যাত উচ্চাঙ্গ নৃত্যশিল্পী আলারমেল ভালি বেঙ্গল আয়োজিত ৪র্থ শাস্ত্রীয়সংগীত উৎসবে নৃত্য পরিবেশন করবেন। ২৭ নভেম্বর ২০১৫ তারিখ থেকে ঢাকার আর্মি স্টেডিয়ামে শুরু হতে যাওয়া এই উৎসবের ৫ম ও শেষ দিন তিনি মঞ্চে আসছেন।
আলারমেল ভালি বর্তমানে ভারতনাট্যমের পাণ্ডানালুর ঘরানার পসিদ্ধ শিল্পীদের একজন। তাঁর জন্ম ১৯৫৬ সালে। তিনি পাণ্ডালুর চোখালিঙ্গাম পিল্লাই এবং তাঁর ছেলে সুব্বারায়া পিল্লাই-এর কাছে প্রশিক্ষণ নিয়েছেন। মাত্র নয় বছর বয়সে তিনি মঞ্চে নৃত্য পরিবেশন করেন। গুরু কালুচরণ মহাপাত্র’র কাছে তিনি ওড়িশি নৃত্যের প্রশিক্ষণ নিয়েছেন।
সাতদিন/এমজেড