বেঙ্গল শাস্ত্রীয়সংগীত উৎসব ২০১৫
৫ম দিনে ইরশাদ খানের পরিবেশনা
২৭ নভেম্বর ২০১৫ তারিখ থেকে ঢাকার আর্মি স্টেডিয়ামে শুরু হতে যাওয়া বেঙ্গল শাস্ত্রীয়সংগীত উৎসবের ৫ম দিন মঞ্চে আসছেন সেতারশিল্পী ইরশাদ খান। উল্লেখ্য, ক্যানাডায় বসবাসরত শিল্পী ইরশাদ খান বিখ্যাত
সেতারশিল্পী ইমরাত খানের পুত্র। তিনি ইমদাদখানী এতোয়া ঘরানার প্রতিনিধিত্ব করছেন।
ইরশাদ খান প্রথম মঞ্চে বাজিয়েছেন ১৩ বছর বয়সে লণ্ডনের ‘কুইন এলিজাবেথ হল’-এ। মাত্র ১৮ বছর বয়সে লণ্ডনে অনুষ্ঠিত আন্তর্জাতিক সংগীত উৎসবে অংশ নিয়ে সবচাইতে কম বয়সী অংশগ্রহণকারী শিল্পী হিসেবে রেকর্ড গড়েছেন। এ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশে তিনি কনসার্টে অংশ নিয়েছেন।