বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব ২০১৫ বেঙ্গল শাস্ত্রীয়সঙ্গীত উৎসব ২০১৫ ২য় দিনে পণ্ডিত অজয় চক্রবর্তী বিখ্যাত পাতিয়ালা ঘরনার গায়ক অজয় চক্রবর্তীর জন্ম ১৯৫৩ সালে। কলকাতার হিন্দু ব্রাহ্মন পরিবারে জন্ম গ্রহন করা অজয় চক্রবর্তী ছোটবেলা থেকেই সঙ্গীত চর্চার উপযোগী পরিবেশ পেয়ে এসেছেন... ২য় দিনে পণ্ডিত উদয় ভাওয়ালকর উদয় ভাওয়ালকরের জন্ম ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়নীতে। বড়বোনের কাছে আল্প বয়সে সঙ্গীতের প্রাথমিক শিক্ষা লাভ করেন তিনি... ২য় দিনপণ্ডিত সুরেশ তালওয়াকর উপমহাদেশের বিখ্যাত তবলাশিল্পী পণ্ডিত সুরেশ তালওকর-এর পরিবেশনা থাকছে বেঙ্গল আয়োজিত উচ্চাঙ্গসংগীত উৎসবের ২য় দিনে... ২য় দিনবালমুরালী কৃষ্ণ ও রনু মজুমদার পদ্মভূষণ পদকপ্রাপ্ত কর্নাটকী ঘরানার বিখ্যাত শিল্পী পণ্ডিত মঙ্গলাম্পালি বালমুরালী কৃষ্ণ’র জন্ম ১৯৩০ সালের ৬ জুলাই। ফরাসী সরকার তাঁকে ‘শেভেলিয়ার অফ দ্য অর্দেস দেস আর্টস এত দেস লেটার্স’ পুরস্কারে ভূষিত করেছেন ২০০৫ সালে... ২য় দিনস্বরস্বতী বীণা বাজাবেন জয়ন্তী কুমারেশ মাত্র ১৫ বছর বয়স থেকে তিনি বিভিন্ন অনুষ্ঠানে বীণা বাজিয়ে আসছেন। সংগীত চর্চার পাশাপাশি তিনি সংগীত নিয়ে গবেষণাও করছেন। স্বরস্বতী বীণার স্টাইল ও কৌশল বিষয়ে গবেষণা করে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন... ২য় দিনশুভায়ু সেন মজুমদার শুভায়ু সেন মজুমদার এবার বাংলাদেশী দর্শক-স্রোতাদের সামনে বাজাবেন বেঙ্গল শাস্ত্রীয়সংগীত উৎসবের ২য় দিন... ২য় দিনসুস্মিতা দেবনাথ শুচিবাংলাদেশের তরুণ শিল্পী সুস্মিতা দেবনাথ শুচি গাইবেন এবারের বেঙ্গল শাস্ত্রীয়সংগীত উৎসবের ২য় দিন... Printed on 08 Oct 2024 | 09:21 pm২৮ নভেম্বর ২০১৫Share Tweet