আইসিটি মন্ত্রী হচ্ছেন মোস্তফা জব্বার
বাংলাদেশ সফটওয়্যার ইনফর্মেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি ও বিজয় সফটওয়্যারের প্রবক্তা মোস্তফা জব্বারকে ডাক-টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী করা হচ্ছে।
মোস্তফা জব্বার নিজেই ব্রেকিংনিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মন্ত্রী হিসেবে শপথ নিতে মঙ্গলবার (০২ জানুয়ারি) বঙ্গভবনে ডাক পেয়েছেন তিনি।
হজ নিয়ে আপত্তিকর মন্তব্য করায় ২০১৪ সালের অক্টোবরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এরপর থেকেই এই মন্ত্রণালয়টির দেখভাল করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এ মন্ত্রণালয়ে দুই বিভাগে দুইজন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করছেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগে দায়িত্বে আছেন প্রতিমন্ত্রী তারানা হালিম।
ব্রেকিংনিউজ/ ইহক/ এসএ
উৎস: http://www.breakingnews.com.bd/bangla/information-technology/49530.online