টেলিকমে ‘ক্যান্সার’, সারাতে চান মোস্তাফা জব্বার
বাইরে থেকে যতটা জানতেন, টেলি যোগাযোগ বিভাগে সমস্যা আরও বেশি বলে এখন মনে হচ্ছে মোস্তাফা জব্বারের।
তিনি মনে করেন, সেই সমস্যা থেকে উত্তরণেই তাকে এই বিভাগের মন্ত্রী করার ‘দুঃসাহসী’ সিদ্ধান্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়েছেন।
টেকনোক্রেট মন্ত্রী হিসেবে মঙ্গলবার তথ্য প্রযুক্তি উদ্যোক্তা মোস্তাফা জব্বারের শপথ নেওয়া অনেকটা চমকের মতোই ছিল। তবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব তাকে দেওয়ার বিষয়টি অনুমিতই ছিল।
বুধবার মন্ত্রণালয় পাওয়ার পর বিকালে বেসিস মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে যান মোস্তাফা জব্বার। এই সংগঠনটির সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি।
সভাপতি মন্ত্রী হওয়ায় এই সংবর্ধনার আয়োজন করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।
অনুষ্ঠানে মোস্তাফা জব্বার তার নতুন দায়িত্ব নিয়ে সাংবাদিকদের বলেন, “আমার একদিনের (মন্ত্রী) অভিজ্ঞতা, আমি বাইরে থেকে যা জানতাম, আমাদের সরকারের এই আইটি রিলেটেড এরিয়াতে তার চেয়ে হাজার গুণ বেশি সমস্যা হচ্ছে।
“আমি ধারণা করতে পারি নাই টেলিকম ডিভিশনে ক্যান্সারের মতো সমস্যা বিরাজ করে, আর তা সমাধান করার জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আমার নিজেরে কাছে দুর্ভাগ্যজনক মনে হয়েছে, মন্ত্রণালয়ের সাথে যুক্ত কর্মকর্তারা, আমাদের নুরুল কবির (অ্যামটব মহাসচিব) পর্যন্ত তারা প্রত্যেকে এক্সপ্রেশন দিয়েছেন, কানাগলির ভেতরে বসে আছি।”
উৎস: https://bangla.bdnews24.com/bangladesh/article1442971.bdnews