২ অক্টোবর, সন্ধ্যা ৭টা, শিল্পকলা একাডেমি, ঢাকা
আগন্তুক রেপার্টরি’র প্রযোজনা
অন্ধকারে মিথেন
ঢাকাস্থ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে মঞ্চস্থ হতে যাচ্ছে আগন্তুক রেপার্টরি প্রযোজিত নাটক ‘অন্ধকারে মিথেন’। বিখ্যাত গ্রিক নাট্যকার সফক্লিসের নাটক ‘রাজা ইদিপাস’ দ্বারা অনুপ্রাণিত হয়ে ‘আন্ধকারে মিথেন’ নাটকটি রচনা করেছেন পান্থ শাহরিয়ার। লেখক নিজেই নাটকটির নির্দেশনায় থাকবেন। এই নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ত্রপা মজুমদার, পান্থ শাহরিয়ার, জাহাঙ্গীর আলম, তাহমিনা ইসলাম, ফয়েজ জহির, মোস্তাফিজ শাহিন, ফখরুজ্জামান চৌধুরী প্রমূখ।
নাটকে দেখা যায় কয়লা খনির পান্থশালার মালিকের মেয়ে ভিভিয়ান পান্থশালাটি পরিচালনা করছে। ভিভিয়ানের সঙ্গে তার স্বামীর ছাড়াছাড়ি হয়ে গেছে অনেক আগে। একদিন এক নির্জন দুপুরে ভিভয়ান যখন পান্থশালায় বসে আছে তখন এক আগন্তুকের আগমন ঘটে। তখন পান্থশালায় অন্য কোন লোকজন ছিল না। এই সুযোগে আগন্তুক ভিভিয়ানের সর্বনাশ করে পালিয়ে যায়। যথাসময়ে ভিভিয়ান এক কন্যা সন্তানের জন্ম দেয়। ভিভিয়ান সেই কন্যা সন্তানকে হত্যার উদ্দেশ্যে অন্যের হাতে তুলে দেয়। এভাবেই এগিয়ে যায় কাহিনী। নিরীক্ষাধর্মী এই নাটকে চরিত্রগুলোর মনস্তাত্বিক দ্বন্দ্বকে অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।
সাতদিন/এমজেড