সন্ধ্যা ৭টা, ১১ সেপ্টেম্বর, শিল্পকলা একাডেমি, ঢাকা

গঙ্গা-যমুনা উৎসবে মঞ্চায়িত হবে

প্রাঙ্গণেমোর-এর ‘শেষের কবিতা’


ঢাকায় চলমান গঙ্গা-যমুনা উৎসবের অংশ হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ মিলনায়তনে মঞ্চস্থ হতে যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে নাটক ‘শেষের কবিতা’। রবীন্দ্রনাথের শেষের কবিতা উপন্যাস অবলম্বনে এর নাট্যরূপ দিয়েছেন অনন্ত হীরা এবং নির্দেশনায় থাকছেন নুনা আফরোজ। এই নাটকে থাকছে রবীন্দ্রনাথের অসংখ্য গান এবং কবিতার ব্যবহার। এটি নাট্যদল প্রঙ্গণেমোর-এর ৬ষ্ঠ প্রযোজনা।

নাটকে দেখা যায় অক্সফোর্ড পড়ুয়া তরুণ কবি অমিত রায় দেশে ফিরে লাবণ্য নামের শিক্ষিতা রুচিশীল এক তরুণীর প্রেমে পড়ে যায়। কিন্তু তাদের সেই প্রেম পরিণতি পায় না। নাটকের শেষে দেখা যায় অমিত কেতকীকে এবং লাবণ্য শোভনলালকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেয়। নাটকটিতে অভিনয় করছেন অনন্ত হীরা, নুনা আফরোজ, রামিজ রাজু, আউয়াল রেজা, সরোয়ার আলম সৈকত, মাইনুল তওহীদ, শুভেচ্ছা, মিথিলা, রিয়া প্রমূখ।

সাতদিন/এমজেড

১১ সেপ্টেম্বর ২০১৫

নাটক

 >  Last ›