৩ অক্টোবর সন্ধ্যা ৭টা, শিল্পকলা একাডেমি, ঢাকা

ত্রপা মজুমদারের নির্দেশনায়

মঞ্চে আবার ‘কুহকজাল’

প্রযোজনা: থিয়েটার বেইলী রোড


ঢাকাস্থ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হতে যাচ্ছে নাটক ‘কুহকজাল’। মাসুম রেজার রচনায় নাটকটির নির্দেশনায় থাকবেন প্রখ্যাত অভিনেত্রী ত্রপা মজুমদার। মানুষ যা চায় তা পায় না—এমনই এক বিষয়বস্তু নিয়ে নাটকটি রচিত হয়েছে। এ নাটকে অভিনয় করেছেন রামেন্দু মজুমদার, ফেরদৌসী মজুমদার, তোফা হাসান, রুমী, তানজুমারা পল্লী, রাশেদ শাওন, তানভির আহম্মেদ, কল্যাণ, রাজীব, রাজু, সামিয়া, শাওন, রুনা প্রমূখ। পোশাক পরিকল্পনায় থাকছেন ফেরদৌসী মজুমদার এবং সঙ্গীত পরিচালনায় থাকছে থিয়েটার গানওয়ালা।

গ্রামীণ প্রেক্ষাপটে রচিত হয়েছে নাটক ‘কূহকজাল’। এতে উঠে এসেছে প্রেম, বাহুবল, শক্তি, ক্ষমতার অপব্যবহার ইত্যাদি বিষয়। নাটকে দেখা যায় ঘুরনের সাথে চান্দুরার প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে। ঘুরন তার বন্ধু অঘোরের সাথে অনুভূতি ভাগাভাগি করে নেয়। অঘোর একটু অদ্ভুত প্রকৃতির ছেলে, যার নেশা জোনাকি পোকা ধরা। অপরদিকে ঘুরনের নেশা চান্দুরা। কিন্তু ঘুরনের স্বপ্ন ভঙ্গ হয় যখন ময়না শেখ নামের এক মহাজনের সাথে চান্দুরার বিয়ে হয়ে যায়। মাতঙ্গী বুড়ি নামে এক গণক ভবিষ্যদ্বাণী করে যে চান্দুরা কন্যাসন্তানের মা হবে। এতে চান্দুরার শ্বশুরবাড়ির লোকজন অষন্তুষ্ট হয় এবং চান্দুরা শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়। এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প।

সাতদিন/এমজেড

৩ অক্টোবর ২০১৫

নাটক

 >  Last ›