২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা, শিল্পকলা একাডেমি, ঢাকা
মঞ্চে আবার শূন্যন রেপার্টরির ‘লালজমিন’
রাজধানীর সেগুন বাগিচায় অবস্থিত শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে মঞ্চস্থ হতে যাচ্ছে শুন্যন রেপার্টরি থিয়েটারের দর্শক নন্দিত প্রযোজনা ‘লালজমিন’। নাটকটি লিখেছেন দেশের অন্যতম নাট্যকার মান্নান হীরা। মোমেনা চৌধুরীর একক অভিনয়ে নাটকটি মঞ্চায়িত হবে। নাটকটির নির্দেশনা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক সুদীপ চক্রবর্তী।
মুক্তিযুদ্ধভিত্তিক এই নাটকে তের ডিঙিয়ে চৌদ্দ ছুঁই ছুঁই এক কিশোরীর গল্প উঠে এসেছে। নাটকে মুক্তিযুদ্ধে একজন কিশোরীর অংশগ্রহণ, যুদ্ধের ভয়াবহতা, মেয়েটির ত্যাগ, এবং সর্বশেষ স্বাধীনতা অর্জন দর্শকদের দাঁড় করিয়ে দেয় এক নতুন অভিজ্ঞতায় । স্বাধীনতা অর্জনই ‘লালজমিন’ এর সমাপ্তি দৃশ্য নয়। এর পরে যুক্ত হয়েছে বিগত ৪৩ বছরের বাংলাদেশের ঘাতক দালালদের বৃত্তান্ত ও একজন মুক্তিযোদ্ধা নারীর উপলব্ধি যা দর্শকদের বর্তমানের মুখোমুখি দাঁড় করিয়ে প্রশ্নবানে জর্জরিত করে।
সাতদিন/এমজেড