১৫ সেপ্টেম্বর, রাত ১০ টা ১০ মি, একুশে টিভি

বিরতিহীন নাটক

জ্যোৎস্না ঝরা কাব্য

অভিনয়- অপূর্ব, কুসুম সিকদার
পরিচালনা-বাদল শেখ


নাটকের কাহিনীতে ঢাকায় ব্যবসা করে রোহান। সেখানে ঝরা নামের মেয়ের সাথে তার বিয়ে হয়।
এদিকে নাটকের আরেক চরিত্র সোহান বাবা-মা মারা গেলে ঢাকায় চলে আসে। সোহান তার ভালবাসার মানুষ নিশিকে গ্রামে ফেলে আসে। মাঝে মাঝে গ্রামে গিয়ে দেখা করে আসে।

সে সময় গ্রামের বাড়িতে ঝরার মেয়ে কাব্যের জন্ম হয়। কাব্যকে নিয়ে যখন সবাই উৎফুল্ল তখনই খবর আসে নিশির বিয়ে। রোহান চলে যায় স্ত্রী কন্যাকে আনতে। জোসনা ঝরা রাতে গাড়িতে আসার সময় রোহান ও ঝরা রোড এক্সিডেন্টে মারা যায়। আর সোহান হারায় তার তার নিশিকে। কাব্য বেঁচে যায়।

কাব্য এখন নয় বছরের মেয়ে। এখন কাব্য জানে সোহানই তার বাবা। রোহান ঝরার মৃত্যবার্ষিকিকে কাব্যকে নিয়ে গ্রামে আসা সোহানের । এখানে এসে জানতে পারে নিশি এখনও বিয়ে করেনি। সে একটা প্রাইমারী স্কুলে শিক্ষকতা করছে। সোহান চায়না তার আর কাব্যে মাঝে আর কেউ আসুক। কিন্তু কাব্য চায়। অবশেষে হাকিম আর কাব্যের জেদের বশে নিশিকে নিয়ে আবারও একটা কাব্য রচনা হয় সোহান আর নিশি। সে এক জোছনা ঝরা কাব্য।

 

১৫ সেপ্টেম্বর ২০১৫

টেলিভিশন

 >  Last ›