বিকাল ৩টা ৩০ মি, ২১ আগস্ট, একুশে টিভি
টেলিফিল্ম: ভালোবাসা অতঃপর
পরিচালনা: সাখাওয়াত হোসেন মানিক
অভিনয়: অপূর্ব, তারিন
নাটকের গল্পে দেখা যায়, ইফতি বীমা কোম্পানিতে জুনিয়র এক্সিকিউটিভ হিসেবে কর্মরত আছে। মানুষকে প্রতিনিয়ত বীমার সুযোগ-সুবিধা বোঝাতে বোঝাতেই হয়তো ইফতি পুরাদস্তুর একজন স্বপ্নবাজ মানুষে পরিণত হয়ে যায়। প্রায় সবকয়টি লটারির টিকেট তার কেনা চাই-ই চাই। টেলিভিশনে বিভিন্ন রিয়েলিটি শোর কুইজে অংশ নেয়, এমনকি খবরের কাগজে ছোটখাটো প্রশ্ন-উত্তরের খেলায়ও নিয়মিত খামবন্দি করে পাঠায়। আর সময় পেলেই টিভি দেখা তার শখ।
তার প্রিয় নায়িকা তারিন। দুই কামরার তার ফ্ল্যাটটিতে দেয়ালজুড়ে আছে তারিনের ছবির নানান পোস্টার। প্রায়ই সে তারিনের ছবির সামনে দাঁড়িয়ে তার সঙ্গে প্রেমের অভিনয় করে। বন্ধুদের আড্ডায় তারিনকে নিয়ে অকারণেই প্রশংসা করে। এভাবেই এগিয়ে যায় নাটকের কাহিনি।
রুদ্র মাহফুজের রচনা এবং সাখাওয়াত্ হোসেন মানিকের পরিচালনায় টেলিফিল্মটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব, তারিনসহ আরও অনেকে।
সাতদিন/এমজেড