সন্ধ্যা ৭টা ৩০ মি, ১৯ আগস্ট, শিল্পকলা একাডেমি, ঢাকা

মঞ্চস্থ হবে ‘না মানুষি জমিন’

পরিবেশনায়: থিয়েটার আর্ট ইউনিট


বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়িত হবে নাটক ‘না মানুষি জমিন’। আনিসুল হকের জনপ্রিয় উপন্যাস ‘না-মানুষি জমিন’ থেকে এর নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন সাইফ সুমন। এটি থিয়েটার আর্ট ইউনিটের ১৮তম প্রযোজনা। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রশান্ত হালদার, সুজন রেজাউল, হাসনাত প্রদীপ, রিয়াজ হোসেন/কামাল রায়হান, সৈয়দ অলক, তানিয়া চৌধুরী শিল্পী, শাহনাজ শানু, সুমন মজুমদার, পিয়ার মোহাম্মদ, মোকাদ্দেম মোরশেদ, মাহফুজ সুমন, নূরুজ্জামান বাবু, জায়েদ হোসেন, আকিব বাবু, রুবেল অরভিল, আসিফ মামুর, এস.আর সম্পদ, সজিব আহমেদ, সজল চৌধুরী, প্রপা হালদার ও আদিব মাহমুদ।


নাটকটির মঞ্চ পরিকল্পনা এবং পোস্টার ও প্রকাশনা ডিজাইন করছেন শাহীনুর রহমান, আলোক পরিকল্পনা করছেন ঠান্ডু রায়হান, পোশাক পরিকল্পনা করছেন রোকেয়া রফিক বেবী, সঙ্গীত পরিকল্পনা করছেন সেলিম মাহবুব এবং কোরিওগ্রাফি করছেন মোকাম্মেল হোসেন রিপন।

ভারত-বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় মানুষের জীবন যাত্রাকে কেন্দ্র করে নাটকের কাহিনি গড়ে উঠেছে। একদল নারী পুরুষ ও শিশুকে এপার থেকে ঠেলে দেয়া হয় নোম্যান্স ল্যান্ডে; ওপারের রক্ষীরাও প্রস্তুত সঙ্গিন উচিয়ে তারা কোন ভাবেই ঢুকতে দিবে না কাউকে। খোলা আকাশের নীচে কন কনে শীতের রাতে পড়ে রইল একদল মানবসন্তান। সেখানেই এক গর্ভবতী সন্তান প্রসব করে মারা গেল আর নো ম্যান্স ল্যান্ডেই পড়ে রইল সেই মানব শিশু। কি তার দেশ ? কি তার পরিচয়? এপার ওপার, সে কোন পারের?

সাতদিন/এমজেড

১৯ আগস্ট ২০১৫

প্রদর্শনী

 >  Last ›