দুপুর ২টা ৪০ মি, চ্যানেল আই
গানের উৎসব
উপস্থাপনা কোনাল
প্রযোজনা অনন্যা রুমা
চ্যানেল আইতে নিয়মিত প্রচারিত হচ্ছে সরাসরি গানের অনুষ্ঠান ‘ওয়ালটন ঘরে ঘরে আমাদের পন্য গানের উৎসব সরাসরি'। অনুষ্ঠানের প্রতি পর্বে আমন্ত্রণ জানানো হয় বিভিন্ন ব্যান্ড দল, খ্যাতিমান ও নবীন সঙ্গীতশিল্পীকে। সরাসরি চ্যানেল আই-এর স্টুডিও থেকে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী।
কথা ও আড্ডার ফাঁকে সঙ্গীত পরিবেশন করবেন তিনি এ বৈঠকি গানের অনুষ্ঠানে। কোনালের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করছেন অনন্যা রুমা। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রবিবার দুপুর ২টা ৪০ মিনিটে চ্যানেল আইতে।
সাতদিন/এমজেড