রাত ১১টা ৩০মি, ১ আগস্ট, এনটিভি

নাটক: ২৯ আগস্ট দুপুর ২টা

রচনা ও পরিচালনা-অনিমেষ আইচ
অভিনয় - আশনা হাবীব ভাবনা, প্রণয়, লুৎফর রহমান জর্জ, মুনমুন আহমেদ প্রমূখ


‘ব্যস্ত রাস্তায় ভর দুপুরে জনতা ছিনতাইকারী সন্দেহে নিরীহ কিশোর শান্তকে বেধরক গনধোলাই দেয়। জনৈক মান্নান তাকে উত্তেজিত জনতার রোষানল থেকে কোনভাবে বাঁচায় ঠিকই, কিন্তু ততক্ষনে ছেলেটির অবস্থা সংকটাপন্ন। এই শান্তর বাবা মারা যায় যখন শান্ত ক্লাস থ্রিতে পড়ে। মা শেলী বেগম অতি কষ্টে ছেলেকে বড় করে তোলে। শান্ত সবেমাত্র কলেজে উঠলে এক শিক্ষকের বাসায় পরিচয় হয় মস্ত বড় লোকের মেয়ে মিলির সাথে। রাত দিন মিলির কথা ভেবে শান্তর দুনিয়াদারী ওলোট পালট হয়ে যাচ্ছে। একদিন ওদের মধ্যে আলাপচারিতা শুরু হয়। ২৯ আগস্ট দুপুর ২টা, শান্তর হাতে একগোছা লাল গোলাপ।

অনিমেষ আইচের রচনা ও পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- আশনা হাবীব ভাবনা, প্রণয়, লুৎফর রহমান জর্জ, মুনমুন আহমেদ প্রমূখ।

 

 

১ আগস্ট ২০১৫

নাটক

 >  Last ›