রাত ৯ টা, ৩১ জুলাই, এনটিভি

একক নাটক: সে এবং সে

রচনা ও পরিচালনা: আশফাক নিপুণ
অভিনয়: তাহসান, মিথিলা, আবুল হায়াত


এনটিভিতে প্রচারিত হবে একক নাটক ‘সে এবং সে’। নাটকে দেখা যায়, টগবগে যুবক ফায়াজ একটা বেসরকারী অফিসে চাকুরী করে। বাবা মা’র একমাত্র সন্তান। রিটায়ার্ড আর্মি অফিসার বাবা, মা আর ছোট চাচাকেই নিয়ে ফায়াজদের ছোট সংসার। ঐশি সবেমাত্র গ্রাজুয়েশেন শেষ করেছে, খুবই শান্তশিষ্ট। বড় বোনের বিয়ে হয়েছে এক ব্যাংকারের সাথে। ছোট ভাই ইহান খুব চালাক। গোলটা বাধে যখন ফায়াজের চাচা ফায়াজকে কোন এক রেষ্টুরেন্টে এক মেয়ের সাথে দেখে ফেলে। ফায়াজের উপর ১৪৪ ধারা জারী হয় এবং তার জন্য কনে দেখা শুরু হয়। ওদিকে ঐশির দুলাভাইও ঐশির বিয়ের জন্য তাড়া দিতে থাকে। ঐশির জন্যও বর দেখা শুরু হয়।


আশফাক নিপুণের রচনা ও পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন- তাহসান, মিথিলা, সুমন পাটওয়ারী, আর জে অপু, আবুল হায়াত, দিলারা জামান, আবির মির্জা প্রমূখ।

সাতদিন/এমজেড

৩১ জুলাই ২০১৫

নাটক

 >  Last ›