সন্ধ্যা ৭ টা, ১ সেপ্টেম্বর, পরীক্ষণ থিয়েটার হল, শিল্পকলা একাডেমি, ঢাকা
রবীন্দ্রনাথের ছোটগল্প অবলম্বনে
মঞ্চ নাটক: কঙ্কাল
পরিবেশনায়: নাট্যতীর্থ
মঞ্চস্থ হতে যাচ্ছে নাট্যতীর্থের নাটক ‘কঙ্কাল’। এটি নাট্যতীর্থের ১১তম প্রযোজনা। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘কঙ্কাল’ অবলম্বনে একই শিরোনামে নাটকটি রচনা করেছেন রবিউল আলম। নাটকটির নির্দেশনায় আছেন তপন হাফিজ। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- তপন হাফিজ, সাদিয়া ইসলাম শান্তা, শামসুর রহমান পেরু, অয়ন, শাওন, নূরজাহান রহমান কলি প্রমুখ।
নাটকের গল্পে দেখা যায় বাড়িতে স্থান সঙ্কুলান না হওয়ায় খোকাবাবুকে রাতে তার ছোটবেলার পড়ার ঘরে থাকতে হয় যেখানে রয়েছে মানুষের অস্থি। রাতে ঘুম ভেঙে গেলে খোকাবাবু দেখতে পায় সুন্দরী ইন্দুবালাকে। এই ইন্দুবালার কঙ্কালই খোকাবাবুর পড়ার ঘরে ছিল। এরপর খোকাবাবুর সাথে ইন্দুবালার আলাপচারিতা চলতে থাকে। নাটকের দ্বিতীয় অংশে থাকে ফ্লাশব্যাক যেখানে ইন্দুবালার অতীত দেখানো হয়। এ অংশে শশী শেখরের সাথে ইন্দুবালার প্রণয়ের বিষয়টি দর্শকদের সামনে উন্মোচিত হয়।