রাত ৯টা, ২৮ আগস্ট, এসএ টিভি

এ সপ্তাহের নাটক

বাদ্যবাজনা

রচনা ও পরিচালনা: রেজানুর রহমান
অভিনয়: ফজলুর রহমান বাবু, বন্যা মির্জা


এসএ টেলিভিশনে প্রচারিত হবে নাটক ‘বাদ্যবাজনা’। নাটকের গল্পে দেখা যাবে, শোয়েব আলী একটি ব্যান্ড পার্টির মালিক। এক সময় বিবাহ, বিজয় মিছিলসহ প্রায় প্রতিটি আনন্দ অনুষ্ঠানে ব্যান্ড পার্টির বেশ কদর ছিল। এখনো আনন্দ অনুষ্ঠানে ব্যান্ড পার্টিকেই ডাকা হয়। কিন্তু আগের মতো সেই কদর যেন আর পান না শোয়েব আলী। একমাত্র ছেলে পড়ালেখা করে বাবা-মাকে ছেড়ে চলে গেছে। শোয়েব আলীর স্ত্রী অসুস্থ। স্ত্রীর চিকিৎসা করার অর্থ নেই শোয়েব আলীর। একদিন গভীর রাতে শোয়েবের মোবাইল ফোনে একটি ফোন আসে। এই ফোনকে ঘিরে ঘটতে থাকে নানা ঘটনা।


রেজানুর রহমানের পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, বন্যা মির্জা, রেজানুর’সহ আরও অনেকে।

সাতদিন/এমজেড

২৮ আগস্ট ২০১৫

নাটক

 >  Last ›