ধারাবাহিক নাটক ‘দূরত্ব’

পরিচালনা - এহসানুল হক সেলিম
অভিনয় - সৈয়দ হাসান ইমাম, মাসুদ আলী খান, লায়লা হাসান, মাহমুদ সাজ্জাদ, খালেদা আক্তার কল্পনা, হাসান মাসুদ

 

গ্রহে গ্রহে দূরত্ব, দেশ বিদেশের দূরত্ব, সমাজে সমাজে দূরত্ব, মানুষে মানুষে দূরত্ব। এত দূরত্বের মধ্যে মানুষ পৃথিবীতে বসবাস করছে। সংসার করছে। জীবন ধারণ করছে। দূরত্বের মধ্যে মানুষ বেঁচে আছে। আর বেঁচে থাকা মানুষদের নিয়েই ধারাবাহিকের কাহিনী।

দেশ ছেড়ে অসংখ্য বাংলাদেশি বিদেশে বসবাস করছে। বিদেশে বসবাসরত প্রবাসীরা নানান প্রতিকূলতার মধ্যে তাদের কর্মময় জীবন কাটাচ্ছেন। সব প্রবাসীদের জীবনের কথা ধারাবাহিকে তুলে ধরা হয়েছে। সব মানুষের ঘটনা সম্ভব নয় যাদের কথা তুলে ধরা হয়েছে তাদের ঘটনা অন্যদের প্রতিনিধিত্ব করে। এই সব মানুষে পারিবারিক জীবন আছে। আছে স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন বন্ধু-বান্ধব আপনজন। এদের ঘিরে তৈরি হয়েছে ধারাবাহিকের গল্প।

বিদেশে প্রবাসীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। এদের পাঠানো অর্থে বাংলাদেশের আর্থ সামাজিক রাষ্ট্রীয় পর্যায় উন্নতি হচ্ছে । সে সব খেটে খাওয়া মানুষের কথা জানানোর দরকার আছে। অনেকে জানতে চাইলেও পারেন না। বিদেশ দেখতে চাইলেও দেখতে পারেন না। বিদেশে চিত্রায়িত দূরত্ব ধারাবাহিক নাটকটি তাদের সে আশা পূরণ করবে।

বিদেশে ছাড়াও দেশে প্রবাসীদের আত্মীয় স্বজন আছে। সে সব আত্মীয় স্বজনের মধ্যে স্বার্থপরতা, জালিয়াতি, প্রতারণা, ভুল বুঝাবুঝি নানামুখী চিত্র কাহিনীতে দেখানো হয়েছে। যা আমাদের সমাজে অতীতে ঘটেছে, এখন ও ঘটছে।

দেশ বিদেশে কয়েকটি পরিবারের দ্বন্দ্ব সংঘাত আশা নিরাশা হিংসা বিদ্বেষ প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে ড্রামা ভিত্তিক ধারাবাহিক নাটক দূরত্ব।


এহসানুল হক সেলিম এর পরিচালনায় ধারাবাহিক নাটক ‘দূরত্ব’। এতে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, মাসুদ আলী খান, লায়লা হাসান, মাহমুদ সাজ্জাদ, খালেদা আক্তার কল্পনা, হাসান মাসুদ, আরমান পারভেজ মুরাদ, আরেফিন শুভ, হিল্লোল, এহসানুল হক সেলিম, বিদ্যাসিনহা মীম, নওশীন, মিমো, কবিতা, প্রণয়, প্রাচুর্য, পূণ্য, সোহান খান, সাব্বির আহমেদ, শম্পা, তানভীর, চৈতি, সোমা, সাজ্জাদ রেজা, তানিয়া, ছবি, মুক্তি, আরফান, আল মামুন।

সাতদিন/এমটি

১১ আগস্ট ২০১৫

নাটক

 >  Last ›