সন্ধ্যা ৭ টা ৫০ মি, মঙ্গলবার, এবং
বিকাল ৪টা ৫ মি, বুধবার, একুশে টেলিভিশন
রূপলাবণ্য
প্রযোজনা বাবুল আক্তার
উপস্থাপনা সুবর্ণা নওয়াদির
নিজেকে ভালবাসে না এমন মানুষ পৃথিবীতে কোথাও পাওয়া যাবেনা। হাটি হাটি পা পা করে যখন আমরা বুঝতে শিখি তখন নিজের মধ্যে নিজেকে আবিষ্কারের নতুন দিগন্ত খুলে যায়। আমরা সবাই চাই নিজেকে সুন্দর করে উপস্থাপন করতে আমাদের প্রতিদিনের কর্মব্যস্ততার মাঝে নিজের শরীরের দিকে লক্ষ্য রাখতে পারেনা অনেকে। আবার অনেকে নিজের শরীরের দিকে নজর রাখার চেষ্টাও করেন কিন্তু জানেন না কিভাবে নিজের যত্ন নিতে হবে কিভাবে নিজেকে উপস্থাপন করলে আরো সুন্দর লাগবে। যারা জানেন না বা নিজের যত্ন নেবার সময় পান না তাদের জন্য একুশে টেলিভিশনের আয়োজন “রূপ লাবণ্য”।
রূপ সচেতনতার বিষয়টি মাথায় রেখেই একুশে টেলিভিশন দর্শকদের জন্য অনুষ্ঠান ‘রূপ লাবণ্য’। সুবর্ণা নওয়াদিরের উপস্থাপনায় এবং বাবুল আক্তারের প্রযোজনায় অনুষ্ঠানটিরে প্রতি পর্বেই একজন অতিথি থাকবেন যিনি দর্শকদের জন্য ফ্যাশন ও রূপচর্চা বিষয়ক বিভিন্ন টিপস দিবেন।
সাতদিন/জেকে