সন্ধ্যা ৭টা, শিল্পকলা একাডেমি, ঢাকা

প্রাচ্যনাটের ‘রাজা ‌এবং অন্যান্য’র মঞ্চায়ন

ঢাকার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ মিলনায়তনে প্রাচ্যনাটের প্রযোজনায় মঞ্চস্থ হতে যাচ্ছে নাটক ‘রাজা এবং অন্যান্য’। নাটকটি প্রথম মঞ্চে আসে ২০০৮ সালের মার্চে। এরপর দেশ বিদেশে মঞ্চস্থ হয়ে দারুণ প্রশংসিত হয় নাটকটি।

এ নাটকের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের নাটকে প্রচলিত নির্দেশনা ধারা ভেঙে দিয়েছেন আজাদ আবুল কালাম। তার নীরিক্ষাধর্মী কাজটি বাংলাদেশের নাট্যচর্চায় ভিন্ন ধারার সংযোজন। মূলত রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক ‘রাজা’-কে ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে এ নাটকে।

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আজাদ আবুল কালাম, রাহুল আনন্দ, রিজভী, তৌফিকুল ইসলাম ইমন, আফসানা মিমি, শতাব্দী ওয়াদুদ, সানজিদা প্রীতি, বাকার বকুল, সাইফুল জার্নাল, রিপন, কলি, রফিক, শ্বর্ণা, স্নাতা, ঋতু সাত্তার, জেমসহ আরো অনেকে।

সাতদিন/এমজেড

২৩ আগস্ট ২০১৫

প্রদর্শনী

 >  Last ›