বিকাল ৪টা ৩০ মি, একুশে টিভি
শিল্প-সংস্কৃতি নিয়ে আড্ডা
ইচ্ছে ঘুড়ি
উপস্থাপনা: মুজতবা আহমেদ মুরশেদ
প্রযোজনা: মাসুদুল হাসান রনি
একুশে টেলিভিশনের প্রাজ্ঞ চিন্তাশীল লেখক বা সম্পাদকদের সাথে কথোপকথনের অনুষ্ঠান ‘ইচ্ছে ঘুড়ি’। বাংলা সাহিত্যের সমসাময়িক গতিধারা, বিশ্বসাহিত্য, সাময়িকী, লিটিলম্যাগ, সমাজ-অর্থনীতি, চলচ্চিত্র ইত্যাদি বিষয় নিয়ে সাজানো হয়েছে শিল্প-সাহিত্য বিষয়ক অনুষ্ঠানটি।
মাসুদুল হাসান রনির প্রযোজনা এবং কবি ও কথাসাহিত্যিক মুজতবা আহমেদ মুরশেদের সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে একুশে টেলিভিশনে সপ্তাহের প্রতি মঙ্গলবার বিকাল ৪টা ৩০ মিনিটে।
সাতদিন/এমজেড