রাত ৮টা ৪০মিনিট, এটিএন বাংলা
ধারাবাহিক নাটক: দাগ
রচনাঃ ফেরদৌস হাসান
পরিচালনাঃ সবুর খান ও মোস্তফা ওয়াহিদ রেজা
অভিনয়ঃ দিলারা জামান, রাইসুল ইসলাম আসাদ, অপূর্ব, নাদিয়া, জেনী, সাইদ বাবু, নাফিজা
হাসান সাহেবের দুটি কিডনিই নষ্ট। স্ত্রী, পুত্র, ভাই-বোন, বন্ধু-বান্ধবী কেউ-ই তাকে কিডনি দিতে রাজি না। অথচ এই ভাই-বোনকে সে বাবার দায়িত্ব নিয়ে লেখা-পড়া শিখিয়ে প্রতিষ্ঠিত করে দিয়েছে। দীর্ঘদিন হাসান অসুস্থ, এমডির চেয়ার খালি। স্ত্রী মিতা ঐ চেয়ারে বসতে চায়, এ ব্যাপারে পুত্র লিমনের সহযোগিতা কৌশলে আদায় করে। কিন্তু হাসান রাজি হয় না। সে চায় তার মেয়ে লিথি ঐ চেয়ারে বসুক। লিথিকে সমর্থন করে তার দাদী। বোন মোমেনা ও ভাই ফরিদ বাড়ি, গাড়ি, ব্যবসা-বানিজ্যেও ভাগ দাবি করে, হাসানের কিছু একটা ঘটে যাবার আগেই। ফরিদের সাথে যোগ দেয় হাসানের পার্টনার নাসির। তারা কোম্পানীটাকে নিলামে উঠাতে চায়। কোথাও কোন আশা না দেখে লিথি তার কিডনি বাবাকে দিতে চায়, তার এ ইচ্ছায় বাধাঁ হয়ে দাঁড়ায় পিতা হাসান ও তপন নামের এক যুবক। তপন লিথিকে ভালোবাসে, তার ধারনা কিডনি দিলে লিথি মা হতে পারবে না। ফরিদের কোম্পানীতে গাছ বিক্রির পলিসিতে কাজ করে তপন। সেবার বাবার কাছে সে পলিসি বিক্রি করেছিল।
সেবা তপনকে খুঁজে বের করে গাছ কোথায় আছে দেখাতে বলে। সেবার সাথে তপনকে দেখে লিথি সন্দেহ করে। লিথির বান্ধবী অসিন ভালোবাসে লিমনকে। অসিনের অতি ভালোবাসায় লিমন অস্থির, শংকিত। লিমন, লিথির মানসিক অবস্থা যখন এরকম এবং বউমার উচ্চাভিলাস দেখে হাসানকে কিডনি দিতে চায় তার মা। মা হাসানকে বলে, ” তোকে জন্ম দেবার সময় আমার পেটে একটা দাগ পড়েছে, এবার কিডনি দিয়ে আরেকটি দাগ নিয়ে গর্ব করতে চাই।” হাসানের চোখ ভিজে যায়।
সাতদিন/এনএইচ