নদীর নাম মধুমতী

বিকাল ৩টা ১০ মি, ১৫ আগস্ট, এটিএন বাংলা

মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র

নদীর নাম মধুমতি

পরিচালনা: তানভীর মোকাম্মেল
অভিনয়: সারা যাকের, রাইসুল ইসলাম আসাদ, আলী যাকের


বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেল পরিচালিত চলচ্চিত্র ‘নদীর নাম মধুমতি’ মুক্তি পায় ১৯৯৪ সালে। মুক্তিযুদ্ধ ভিত্তিক এই চলচ্চিত্রটির চিত্রনাট্য রচনা করেন তানভীর মিকাম্মেল নিজেই। এতে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, আবুল খায়ের, আলী যাকের, সারা যাকের, তৌকীর আহমেদ, আফসানা মিমি, জয়ন্ত চট্টোপাধ্যায়’সহ আরও অনেকে।

সিনেমার গল্পে দেখা যায়, মধুমতি নদীর পাড়ে এক ছোট্ট গ্রামে বাস করে বাচ্চু, যার বাবা মোতালেব স্থানীয় মোল্লাহ। বাচ্চুর শিক্ষক অমূল্য চক্রবর্তী একজন হিন্দু যে ১৯৪৭ সালের দেশ বিভাগ, ১৯৬৪-এর দাঙ্গা ইত্যাদি প্রতিকূল পরিস্থিতিকে উপেক্ষা করে নিজ ভিট-মাটি আঁকড়ে ধরে আছে।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে বাচ্চু স্বাধীন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে যুদ্ধে যোগ দেয়। কিন্তু, বাচ্চুর বাবা গ্রামের চেয়ারম্যান হয়ে পাকিস্তানের পক্ষ নেয় এবং পাকিস্তানী হানাদার বাহিনীকে সহযোগিতা করে। এদিকে অমূল্যের পরিবার হুমকির মুখে পড়ে।

বাচ্চুর বাবা তার ছেলেকে ফিরিয়া আনতে চায়। কিন্তু ততদিনে তাদের মধ্যে সৃষ্টি হয়েছে যোজন যোজন দূরত্ব। শেষ পর্যন্ত ক্লাইমেক্সের মধ্য দিয়ে পিতা-পুত্রের দ্বন্দ্বের সমাপ্তি ঘটে।

সাতদিন/এমজেড

১৫ আগস্ট ২০১৫

মুভি

 >  Last ›