সন্ধ্যা ৭টা ৪৫ মি, দেশটিভি
ফান শো: দেশ ই গল্প
উপস্থাপনা: ইরেশ যাকের
রচনা: মারুফ রেহমান
প্রযোজনা: সুমন সাহা
দেশটিভি’র বিনোদনমূলক অনুষ্ঠান ‘দেশ ই গল্প’। টক শো-এর আদলে নির্মিত ব্যাঙ্গাত্মক এই অনুষ্ঠানটি উপস্থাপনা করে থাকেন অভিনয়শিল্পী ইরেশ যাকের। অনুষ্ঠানটির প্রতি পর্বে একজন অতিথির মুখোমুখি হন উপস্থাপক।
এই অনুষ্ঠানে দেখা যায় উপস্থাপক খুব সিরিয়াস ভঙ্গিতে অতিথির সাথে গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ করে চলেছেন। কিন্তু তাদের আলাপ আলোচনা একটু মন দিয়ে শুনলেই বোঝা যাবে তাদের ছদ্ম ভাবগাম্ভির্যের আড়ালে কাজ করছে সুক্ষ্ণ রসবোধ। হাস্যরসের মাধ্যমে সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে তুলে ধরা হয় নানা অবিচার, অসঙ্গতি। অনিষ্ঠানে কাল্পনিক দর্শকেরা ফোন করে অতিথির কাছে বিভিন্ন প্রশ্নও করে থাকেন।
মারুফ রহমানের রচনা এবং সুমন সাহা-এর প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতি বৃহষ্পতিবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে।
সাতদিন/এমজেড