সন্ধ্যা ৭টা, ৭ সেপ্টেম্বর, শিল্পকলা একাডেমি, ঢাকা

গঙ্গা-যমুনা নাট্যোৎসবের ৪র্থ দিন

দেশ নাটক-এর দর্পণে শরৎশশী


ঢাকায় চলমান গঙ্গা-যমুনা নাট্যোৎসবের অংশ হিসেবে শিল্পকলা একাডেমির পরীক্ষণ মিলনায়তনে দেশ নাটকের প্রযোজনায় মঞ্চস্থ হতে যাচ্ছে প্রখ্যাত নাট্যকার মনোজ মিত্রের নাটক ‘দর্পণে শরৎশশী’। এটি দেশ নাটকের অষ্টম প্রযোজনা। নাটকটির নির্দেশনায় থাকছেন প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব আলী যাকের।

নাটকটি রচিত হয়েছে শতবর্ষ আগের একটি কাহিনী নিয়ে। নাটকের মূল চরিত্র মনরোমা একজন মঞ্চ অভিনেতা। সে সময়কার সামন্ততান্ত্রিক সমাজে একজন নারী’র পক্ষে এই পেশায় আসা সহজ ছিল না। নিজের ভাললাগা, ভালোবাসার পেশাকে বেছে নিতে সে অনেক সংগ্রাম করে।

নাটকে দেখা যায়, মনরোমা সমাজের পথভ্রষ্ট তরুণ-তরুণীদেরকেও মঞ্চে কাজ করতে উৎসাহিত করছে। সে ছলে-বলে তাদেরকে দলে টানতে চায়। কিন্তু সমাজ তা মেনে নেয় না। সমাজের সাথে মনরোমার দ্বন্দ্ব অনিবার্য হয়ে উঠে।

মনোজ মিত্রের এই নাটক মূলত আমাদের সমাজে নারীর অবস্থানকে বিশ্লেষণ করার একটি প্রয়াস। শত বছরের পুরনো একটি ঘটনাকে তুলে ধরার পাশাপাশি বর্তমান সমাজে নারীর অবস্থা, মঞ্চে নারীর অবদান ইত্যাদি বিষয়কে তিনি সামনে নিয়ে আসতে চেয়েছেন।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন ইশরাত নিশাত, কামাল আহমেদ, মামুন চৌধুরী রিপন, ফিরোজ আলম, রকিবুল হাসান, এহসানুল আজিজ বাবু, নাসির উদ্দীন শেখ, বন্যা মির্জা, তৌহিদ মিটুল, শোয়েব ইসলাম, ফাহিম মালেক ইভান, এ. কে. খান সজল প্রমুখ।

সাতদিন/এমজেড

৭ সেপ্টেম্বর ২০১৫

নাটক

 >  Last ›