সন্ধ্যা ৭টা ৪০ মিনিট, মাছরাঙা টেলিভিশন

ভ্রমণ ও রান্না বিষয়ক অনুষ্ঠান

রাঁধুনীর রান্না ঘরে বাইরে

আজকের ভ্রমণ: নরসিংদী (উয়ারি বটেশ্বর)

উপস্থাপনা: নাহিদ ওসমান
প্রযোজনা: তোফায়েল সরকার


রাধুনীর রান্না ঘরে বাইরে' মূলত রান্না বিষয়ক ট্রাভেল শো। সারা দেশের বিভিন্ন অঞ্চলে ভ্রমণের পাশাপাশি ওই অঞ্চলের কৃষ্টি সংস্কৃতি ও ঐতিহ্যবাহী রান্নাসমূহ তুলে ধরা হয় এই অনুষ্ঠানে। অনুষ্ঠানে ঐতিহ্যবাহী রান্নাসহ বিভিন্ন খাবার রান্না করে দেখাবেন বিশিষ্ট রন্ধনবিশারদ এবং আর্ট ক্লাব বাংলাদেশ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও কিউরেটর নাহিদ ওসমান।

ভ্রমণ ও রান্না বিষয়ক অনুষ্ঠান 'রাঁধুনীর রান্না ঘরে বাইরে' প্রচারিত হয় প্রতি শনিবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে।

সাতদিন/এমজেড

২৯ আগস্ট ২০১৫

ডকুমেন্টারি

 >  Last ›