বিকাল ৩টা ৩০মি, ২৮ আগস্ট, একুশে টিভি
টেলিফিল্ম: ভালোবাসার নৌকা
অভিনয়: পপি, সোহান খান, মনিরাজ
আজ শুক্রবার একুশে টেলিভিশনে প্রচারিত হবে বিশেষ টেলিফিল্ম ‘ভালোবাসার নৌকা’। বিপ্লব হায়দারের রচনা এবং পরিচালনায় টেলিফিল্মটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পপি, সোহান খান, মনিরাজসহ আরও অনেকে।
রিতা ছুটেছে তার স্বপ্ন নিয়ে। বাবা-মা হারা রিতা খালার বাড়িতে মানুষ। রাজশাহী বিশ্ববিদ্যালয থেকে বাংলায় এম. এ পাশ করে চাকরীর উদ্দেশ্যে ধাবিত হয়ে ঢাকার অভিমুখে পা বাড়ায়। ঢাকায় তার অস্তিত্বের লড়াইয়ে, সে বার বার দন্ধ হয়। যান্ত্রীক ইট শুড়কীর বেড়াজালে সে হাঁপিয়ে উঠে, পায় না কোন ঠিকানা। ঠিক সেই মূর্হুতে চাকরী নামক এক সোনার হরিণ তার কাছে ধরা দেয়। চাকরী পেয়ে অঙ্কের সাথে প্রেমের ভাব বিনিময়। এদিকে অতিথিপরায়ন নিলয়ের সাথে চোখে চোখে মন বিনিময় হতে থাকে। একদিকে অঙ্ক অন্যদিকে নিলয় দুইজনের প্রেমে হাবুডুবু খেতে থাকে রিতা। দ্বিমুখি প্রেমের বাধনে গল্প ধাপিত হতে থাকে।
সাতদিন/এমজেড